ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিশু সুমাইয়াকে হত্যার অভিযোগে মা ও সৎ পিতা কারাগারে

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০০৪ বার


শিশু সুমাইয়াকে হত্যার অভিযোগে মা ও সৎ পিতা কারাগারে

কক্সবাজারের উখিয়ায় শিশু কন্যা সুমাইয়া আক্তার মীম হত্যা মামলার আসামি মা বুলবুল আকতার (২৫) ও সৎ পিতা নুরুল হক(৩৫) কে আটক করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকালে শিশু সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায় স্বীকার করেন মা ও সৎ পিতা।

থানা সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা কাঠালিয়া গ্রামে গত ১৫ এপ্রিল রাতে একটি কলোনিতে শিশু কন্যা সুমাইয়াকে হত্যা করা হয়। লাশ বালিশ চাপা দিয়ে ওই দিন সকালে মা ও সৎ পিতা পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম জানান , স্বামী’স্ত্রী পরিচয় দিয়ে বুলবুল আক্তার ও নুরুল হক ওই কলোনিতে ভাড়ায় থাকতো । তাদের ঘরে সুমাইয়া নামের ৪ বছরের কন্যা সন্তান ছিল । বুলবুল আকতারের প্রথম স্বামীর সন্তান সুমাইয়া। নুরুল হক হচ্ছে দ্বিতীয় স্বামী।

উক্ত মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মতিউর মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হলেও ঘাতক পিতা-মাতা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান তদন্তকালে ঘরের মেঝে পাওয়া সিম কার্ডের খালি প্যাকেটের সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়। কিন্তু বারবার বাসা পরিবর্তন করায় অভিযান ব্যর্থ হয় । এক পর্যায়ে গত ৩০ আগস্ট রামু উপজেলার পাহাড়ি জনপদ গর্জনিয়া এলাকায় অভিযান চালিয়ে মা বুলবুল আক্তার ও সৎ পিতা নুরুল হক গ্রেপ্তার করতে সক্ষম হয়।


   আরও সংবাদ