বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯২৯ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীতে অবৈধ জাল ফেলে মাছ শিকারের মহোৎসব চলছে। ছোট ফাঁসের গড়া জাল, বেড় জাল, ভাসা জাল ও বেহুন্দি জাল ও কারেন্ট বা সুতি জালসহ নানা ধরনের অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। এসব অবৈধ জালে ধরা পড়ে প্রতিদিনই অসংখ্য বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন হচ্ছে। মৎস্য বিশেষজ্ঞরা মনে করছেন, অবাধে মাছের পোনা নিধনযজ্ঞ বন্ধ না হলে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে।
পোরশা উপজেলার একটি মাত্র নদী পুনর্ভবা। এ নদীর কয়েকটি শাখা প্রবাহমান খাল রয়েছে। এ নদী ও কয়েকটি খাল ঘুরে দেখা যায় শকুনির বিল, মাহারোটের বিল, চন্দের বিল, বোগলা উজ্জল বিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে খুঁটি গেড়ে ছোট ফাঁসের জাল পেতে অবাধে মাছ ধরা হচ্ছে। নদীতে নৌকা দিয়ে অবৈধ ঐসব জাল দিয়ে চলছে পোনামাছ নিধনের মহোৎসব।
এসব অবৈধ জাল দিয়ে জেলেরা পোয়া, টেংরা, গুলিশা, রিঠা, আইড়, পাঙাস, কাচকি, চাপিলা, চাপিদা, ভাটা, বায়লা, পুঁটি, বাইম ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছোট ফাঁসের এসব জালে আটক করছে। ক্ষুদ্রাকৃতির এসব পোনামাছ কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। এতে করে দেশের নদ-নদী ও খাল বিলে দেশীয় মাছের প্রকট সংকট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের নাকের ডগায় পোনানিধনযজ্ঞ অনেকটা ওপেনসিক্রেট হলেও সংশ্লিষ্ট উপজেলা মৎস্য অফিস যেন নির্বিকার। পুনর্ভবা নদী থেকে উপজেলা মৎস্য অফিস মাত্র ১কি: মি:। তবুও নজর নেই মৎস্য কর্মকর্তাদের।