বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৭ বার
আফগানিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর কান্দাহারে অস্ত্র নিয়ে শোভাযাত্রা করেছে তালেবান যোদ্ধারা। বুধবারের এ মিছিলে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও অস্ত্র প্রদর্শন করা হয়, যা গত কয়েক দিনে জব্দ করেছে সংগঠনটি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় শহরটিতে তালেবানের শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রদর্শন করা হয় হামভি, এমআরএপিসের মতো দামি সাঁজোয়া যান।
শোভাযাত্রা শুরুর আগে জব্দ হামভির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তালেবান যোদ্ধাদের। কান্দাহারের মহাসড়কে সবুজ রঙের অনেকগুলো গাড়িকে এক সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকগুলোতে তালেবানের সাদা-কালো পতাকা যুক্ত ছিল।
অস্ত্রবাহী অত্যাধুনিক সাঁজোয়া যান এম১১৫১ হামভি। একেকটির দাম প্রায় সোয়া দুই লাখ ডলার। বিশেষ অস্ত্র ও আরোহীদের সুরক্ষার উদ্দেশ্যে নির্মিত হামভি অনেকটা লাইফগার্ডের মতো কাজ করে।
২০১৭ সালে আফগানিস্তানে চার হাজার ৭০০ হামভির একটি চালান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, যার প্রায় পুরোটাই এখন তালেবানের নিয়ন্ত্রণে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ও আফগান সেনাবাহিনী গত ২০ বছরের যুদ্ধে তালেবানের বিরুদ্ধে যেসব মাল্টি-পারপাস ট্রাক ব্যবহার করেছে, সেগুলোও তালেবান যোদ্ধারা জব্দ করেছে।