ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টি২০-তে আর কিপিং করবেন না মুশফিক

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৪৩ বার


টি২০-তে আর কিপিং করবেন না মুশফিক

বাংলাদেশ- নিউ জিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের শেষে টাইগার কোচ রাসেল ডমিঙ্গো, ‘মুশফিক টি২০-তে আর উইকেটকিপিং করতে চাইছে না।’ তৃতীয় ম্যাচে নুরুল হাসান সোহানের হাতে কিপিং গ্লাভস দেখেই খটকাটা লেগেছিল। কারণ তৃতীয় ম্যাচে তো উইকেটকিপিং করার কথা মুশফিকের। সিরিজ শুরুর আগের দিন রাসেল ডমিঙ্গোই জানিয়েছিলেন যে, কিউইদের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে সোহান, পরের দুই ম্যাচে মুশফিক কিপিং করবেন। রোববার ম্যাচ শেষে কোচ জানান, ‘মুশির সঙ্গে কথা বলেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। শুরুতে তার দ্বিতীয় ম্যাচের পর কিপিং করার কথা ছিল। কিন্তু পরে আমাকে জানিয়েছে, সে হয়তো টি ২০-তে আর কিপিং করবে না। আর আমার মতে হয় না, এই ফরম্যাটে মুশফিকের কিপিং করার সে ইচ্ছাটা আর আছে। কাজেই এখন সোহান ও লিটনের দায়িত্বটা পালনের প্রতি মনোযোগ দিতে হবে।’ এই সিদ্ধান্তে উইকেটকিপার হিসেবে মুশফিকের ভূমিকা আরও সীমিত হয়ে গেল। টেস্টে আরও আগে থেকেই নিয়মিত কিপিং করার সুযোগ পান না তিনি। এখন টি-২০ থেকেও সরে গেলেন। রইল কেবল ওয়ানডে। মুশফিকের এই সিদ্ধান্তের কারণেই কিনা রোববার শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশ দল। তবে সিরিজের তৃতীয় ম্যাচে ৫২ রানের হারকে কেবলই একটি বাজে দিন হিসেবে দেখছেন কোচ, ‘গত দু-তিন মাস ধরে ছেলেরা দুর্দান্ত ক্রিকেট খেলছে। তাই আজকের জন্য আমি ছেলেদের ভুল ধরতে রাজি নই। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদিনই দুর্দান্ত পারফরম্যান্স আশা করা উচিত নয়। এটা একটা বাজে দিন ছিল। এই ম্যাচটা নিয়ে খুব বেশি ভাবা উচিত নয়। ইতিবাচক বিষয়গুলোর প্রতি আমাদের ফোকাস করা উচিত। আমাদের হাতে দুই দিন সময় আছে। আশা করছি, পরের ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে পারব।’ একই সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ধরনেও কোনো সমস্যা দেখছেন না ডমিঙ্গো, ‘আমি মনে করি না ছেলেদের ব্যাটিং অ্যাপ্রোচে কোনো ভুল ছিল। আমরা প্রয়োজনীয় রান-রেটের চেয়ে এগিয়ে থাকতে চেয়েছিলাম। একবার পিছিয়ে পড়লে সেটা ধরা ভীষণ কঠিন। আমরা ভালো সূচনা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গুচ্ছাকারে উইকেট হারিয়ে আমরা ম্যাচ থেকে ছিটকে পড়ি। এখানে নতুন ব্যাটসম্যানের পক্ষে উইকেটে গিয়েই চারদিকে শটস খেলা ভীষণ কঠিন। আমরা আজ এ সমস্যাতেই পড়েছি।’ হতাশা গোপন করেননি দক্ষিণ আফ্রিকান এই কোচ, ‘অবশ্যই আজ আমরা নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়েছি। আমি হতাশ, তবে এই ফরম্যাটের ধরণটাই এমন। নিউজিল্যান্ডকে পুরো কৃতিত্ব দিতে হবে। তারা আজ আমাদের চেয়ে স্মার্ট ক্রিকেট খেলেছে। দুই ওভারে ২০ রান তুলে নিয়েছিলাম আমরা, বাকি ছিল ১১০ রান। কিন্তু যেভাবে আমরা খেলাটা শেষ করলাম, তাতে আমি ভীষণ হতাশ।’ রোবার উইকেটও অনেক জঘন্য ছিল বলে মনে করছেন কোচ। উইকেটের আচরণ অন্যদিনের মতো ছিল না বলেও জানান তিনি।


   আরও সংবাদ