বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১২ বার
উত্তর প্রদেশে জ্বর ও পেটের সমস্যা নিয়ে এক দিনে ১৭১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বন্যার কারণে পেটের পীড়া ও ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা।
রোববার মতিলাল নেহরু হাসপাতালেই ১৭০ জন ভর্তি হয়। সেখানে অনেকের অক্সিজেন সাপোর্ট নিতে হচ্ছে।
হাসপাতালের প্রধান মেডিকেল কর্মকর্তা ড. নানক সারান এই তথ্য নিশ্চিত করেছেন।
মতিলাল নেহরু হাসপাতালে একটি বিছানায় তিন-চারজন রোগীকে ভাগাভাগি করে থাকতে হচ্ছে।
ভর্তি হওয়া এক শিশুর বাবা নরেন্দ্র কুমার জানান, ‘আমার বাচ্চা এখানে ভর্তি। ডাক্তার কোনো মনোযোগ দিচ্ছে না। হাসপাতালের দেওয়া ওষুধে আমার শিশু আরও অসুস্থ হয়ে পড়েছে।
মায়াঙ্ক কুমার নামে আরেক অভিভাবক জানান, তার বাচ্চা অক্সিজেন সাপোর্টে আছে। তিনি বলেন, ‘প্রশাসন একদম উদাসীন। অনেক শিশুরই জরুরি চিকিৎসা দরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান মেডিকেল কর্মকর্তা ড. নানক সারান বলেন, ‘কয়েকদিন আগে আমি শিশু ওয়ার্ডে যাই। সেখানে ১২০টি শয্যা ছিল। অথচ আমাদের কাছে এসেছে ১৭১ শিশু। তাই আমরা ২-৩ জন শিশুকে একটি বিছানায় রাখতে বাধ্য হয়েছি। ২০০ শয্যার ওয়ার্ডের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আমরা শিশুদের সবরকম চিকিৎসা দিতে চেষ্টা করছি।