ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লকডাউনে বাবা দিবস, সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৩৫ বার


লকডাউনে বাবা দিবস, সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সম্প্রতি বিশ্ব বাবা দিবস উপলক্ষে নিজের পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে রাজধানী ক্যানবেরা থেকে সিডনিতে উড়ান দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। কিন্তু লকডাউনের মধ্যে ভ্রমণ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্যে কঠোর লকডাউন চলছে। এর মধ্যেই সাপ্তাহিক ছুটিতে বাবা দিবস উদযাপন করতে প্রাইভেট বিমানে করে সিডনিতে উড়ান দেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তারা দেশের ‘অপরিহার্য কর্মী’ হিসেবে প্রধানমন্ত্রীর অনন্য ভূমিকা দেখে ভ্রমণের অনুমতি দেন। তবে সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ দ্বিমুখীতার উদাহরণ।

বিরোধী দলীয় সাংসদ বিল শরটেন অভিযোগ করে বলেন, জনাব মরিসন ভয়ঙ্কর রায় দেখিয়েছেন। ব্যাপারটা এমন নয় যে, তিনি সন্তানদের দেখার অধিকার পান না। কিন্তু বাকি অস্ট্রেলিয়ানদের ক্ষেত্রে এমনটাই হচ্ছে।


আমি মনে করি, যখন আপনার লোকেরা এটাকে কঠিন করছে, আপনাকেও একই কাজ করা উচিত। আপনি জনাব মরিসনের জন্য এক আইন এবং বাকি সবার জন্য অন্য আইন করতে পারেন না। যোগ করেন তিনি।


   আরও সংবাদ