বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৭৬ বার
কামরুল হাসান, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৫টি কেন্দ্রে দ্বিতীয় ডোজ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ আগস্ট যারা গণটিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন শুধু তাদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হয়।
এদিন সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রথম ডোজ গ্রহণকারীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন।