ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বসিলায় র‌্যাবের অভিযান, আটক ১

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৮৩ বার


বসিলায়  র‌্যাবের অভিযান, আটক ১

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হেলমেট পরা অবস্থায় আটক ব্যক্তিকে ওই বাড়ি থেকে নিয়ে আসে র‌্যাব।

সকালে র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন র‌্যাবের মুখপাত্র। খন্দকার আল মঈন বলেন, ভোর থেকে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটিতে অভিযান চালানো হয়। র‌্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে। সকাল সাড়ে ৭টার দিকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই বাড়ির দাড়োয়ান জানায়, এই ফ্ল্যাটে আরও দুজন ছিলেন। তারা গতকাল রাতেই বাসা থেকে চলে যায়। বিাড়ির মালিক জানান, তাদের ভাড়া দেওয়ার পর এনআইডি চাইলে বলেন সাতদিন পর পরিবার নিয়ে আসলে তখন কাগজপত্র দিবেন।

ঘটনাস্থল থেকে উগ্রবাদী বই, ২টি চাকু, নগদ টাকা, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, বিস্ফোরক সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। পরে এ বিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানো হবে। র‍্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুর চার রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজের আগে ডান পাশে একটি গলির দুইশ গজ দূরে সাদা রঙের একটি চারতলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। ভবনটির দুইতলা থেকে সকাল সাড়ে ৭টায় একজনকে বের করে আনা হয়েছে।

জঙ্গি আস্তানা ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভবনটির আশপাশের এলাকা নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেছেন র‌্যাব সদস্যরা। এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয়দেরও ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব উৎসুক জনতার জঙ্গি আস্তানা দেখতে এসেছেন তাদেরকে ঘটনাস্থল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে র‌্যাবের কমপক্ষে শতাধিক সদস্য জঙ্গি আস্তানা ঘিরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আস্তানার আশপাশের এলাকায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে র‌্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহের খাগডহর এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমাসদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং সরঞ্জামাদি, একটি মাটির চুলা ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। আটক করা হয় চারজনকে।


   আরও সংবাদ