ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গার্মেন্ট শ্রমিককে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৬৪ বার


গার্মেন্ট শ্রমিককে আটকে  রেখে চাঁদা দাবির অভিযোগে  ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা পলাশ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লার ভোলাইল শান্তিনগরের রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে পলাশকে  গ্রেফতারসহ দুই গার্মেন্ট কর্মীকে উদ্ধার করা হয়।  গ্রেফতার পলাশ দাস ফতুল্লার ভোলাইল শান্তিনগরের নির্মল দাসের ছেলে ও জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারী বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর বড়  বোন বাদী হয়ে পলাশ দাস ও মো. হিমেলের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ছুটি শেষে সহকর্মীকে নিয়ে বাসায় ফিরছিলেন কিশোরী গার্মেন্ট শ্রমিক। এ সময় তাদের একটি রিকশার গ্যারেজে নিয়ে আটকে  রেখে মুক্তিপণ বাবদ টাকা দাবি করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পলাশ দাস নামের একজনকে আটক করে। আটকে রাখা দুই গার্মেন্ট শ্রমিককে উদ্ধার করা হয়।


   আরও সংবাদ