ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধরা পড়ল ১১ কেজি ওজনের ঢাই মাছ!

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৭০৭ বার


ধরা পড়ল ১১ কেজি ওজনের ঢাই মাছ!

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় রাম হালদার নামের এক জেলের জালে বিলুপ্তপ্রায় ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে মোহন মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামে ৩১০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পড়ে মাছটি সীমিত লাভে বিক্রির জন্য ঢাকায় যোগাযোগ করেনি তিনি।

জানা যায়, ঢাই মাছ দেখতে অনেকটা পাঙাশ মাছের মতো এবং খেতে অনেক সুস্বাদু। খুব সহজে মাছটি জেলেদের জালে ধরা পড়ে না।

সম্রাট শাজাহান শেখ জানান, সকালে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দামে একটু লাভের আশায় ঢাই মাছটি কিনেছেন। এখন ৩২০০ টাকা কেজি দরে বিক্রির চেষ্টা করছেন। ঢাই মাছ সচরাচর ধরা পড়ে না। কয়েকমাস আগে সাড়ে ৪ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলেন। এটি খেতে অনেক সুস্বাদু তাই মাছটির চাহিদাও অনেক বলে জানান তিনি।


   আরও সংবাদ