ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কালিহাতীতে নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫৭১ বার


কালিহাতীতে নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

কামরুল হাসান, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরাধীন ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১০ টি প্রাতিষ্ঠানিক ও ২ টি মুক্ত জলাশয়ে ৪৫৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।


রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইকড়া ইউনিয়নের খরশিলা (কোনাবাড়ী) বিলে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।


এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা আজিজুর রহমান, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মাহবুব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আইয়ুব আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন ও অফিস সহকারী মিনহাজ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
 


   আরও সংবাদ