বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৭৮ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পোরশা উপজেলা তিন ব্যক্তিকে দেওয়া হল মুজিব স্মারকগ্রন্থ।
পোরশা উপজেলা নির্বাহি অফিসার এর অফিস কক্ষে কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল হামিদ রেজার হাতে এ মজিব স্মারকগ্রন্থ বইখানি তুলে দেন।
শেখ মুজিবুর রহমানের আদর্শ জনগণের সবার মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বইখানি হাতে তুলে দেওয়া হয়। এতে তারা তাকে তার আদর্শকে ভালোভাবে জানার বুঝার সুযোগ পাবে এবং তার মত আদর্শ ব্যক্তি নেতা তৈরিতে এই উপজেলার নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে বলে মনে করা হয়। বইখানি পড়ে তারা তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং নতুন প্রজন্ম তার মত নেতা তৈরি হয়ে বাংলাদেশের জনগণের তথা উপজেলার নতুন প্রজন্ম তার আদর্শ বুকে ধারণ করবেন বলে মনে করেন তারা।