ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

​রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৮ জনের মৃত্যু

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯২৯ বার


​রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরো ৮ জন মারা গেছেন । এরমধ্যে রাজশাহী ও নাটোরের ৩ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার ১ জন করে মারা গিয়েছেন। এরমধ্যে করোনায় মারা গেছেন ২ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।

এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে গত ১১০তম দিনে মোট ১৩৬৬ জনের মৃত্যু হলো। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৫০ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬.৬৬%। এছাড়াও করোনার সংক্রমন ও মৃত্যু কমে আসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে।

তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে এখানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৪০টি। এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ১২৮ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন।


   আরও সংবাদ