ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নীরবতা ভেঙে উইলিয়ামসন বললেন ‘ঘটনাটি লজ্জার’

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১১১৬ বার


নীরবতা ভেঙে উইলিয়ামসন বললেন ‘ঘটনাটি লজ্জার’

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর খুব কাছে ছিল পাকিস্তান। তবে প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে না খেলেই ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজটি মাঠে বল গড়ানোর কয়েক মুহূর্ত আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিলের ঘোষণা দেওয়া হয়। মূলত নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কিউই টিম। তবে ঘটনাটি খুবই লজ্জার বলে মনে করেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলার জন্য পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলে ছিলেন না উইলিয়ামসন। বর্তমানে মরুরদেশে আছেন তিনি। নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের ঘটনা মরুর দেশে বসেই দেখেছেন উইলিয়ামসন। পুরো ঘটনাই লজ্জাজনক বলে মনে হয়েছে কিউই অধিনায়কের।

তিনি বলেন, ‘কী হয়েছে আমি ওই ঘটনার বিস্তারিত জানি না। এটি হঠাৎ সিদ্ধান্ত ছিল, কিন্তু স্পষ্টতভাবেই সেটি লজ্জার বিষয়। পাকিস্তানে ক্রিকেট একটি আবেগের বিষয় এবং তাদের সমর্থকরা দুর্দান্ত।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি ছেলেরা সিরিজটি খেলতে না পারার জন্য হতাশ এবং সেখানে আবেগের বিষয় রয়েছে। কিন্তু আইপিএলের জন্য দুবাইতে থাকায়, আমি বিস্তারিত জানি না। আমি আগামী কয়েক দিনের মধ্যে এই সম্পর্কে আরো কিছু জানতে পারবো।’


   আরও সংবাদ