ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এভারেস্ট প্রিমিয়ার লিগের ওপরই নির্ভর করছে তামিমের ফেরা

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৫:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৯ বার


এভারেস্ট প্রিমিয়ার লিগের ওপরই নির্ভর করছে তামিমের ফেরা

সেই জুলাইয়ে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন তামিম ইকবাল। হাঁটুর চোটে ঘরের মাঠে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড সিরিজ তো মিস করছেনই, এর আগে খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও। 

বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন দেশের ওয়ানডে অধিনায়ক। তবে আজ মধ্যরাতে তাঁর হিমালয়ের দেশ নেপালে যাওয়ার কথা। তিনি সেখানে খেলবেন এভারেস্ট প্রিমিয়ার লিগে। 

মূলত এই লিগের ওপরই নির্ভর করছে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন এ কথা। 

তামিমের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পরে মেডিকেল বিভাগ থেকে তামিমকে পরামর্শ দেওয়া হয়েছিল প্রায় আট সপ্তাহের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে। তামিম মাসখানেক ধরে জাতীয় দলের ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে এই পুনর্বাসন পরিকল্পনা অনুসরণ করেছে। যথেষ্ট অধ্যবসায় ও কষ্টের সঙ্গে তামিম এই জটিল ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রায় শেষ করেছে। গত দুই-তিন ধরে প্রথমে স্কিল ট্রেনিং শুরু করেছে, ব্যাটিং-ফিল্ডিং। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আমরা আশাবাদী। নিজেকে আরও যাচাই করতে তামিম প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে প্রকাশ করেছে।’ 

পরিকল্পনার অংশ হিসেবে তামিম এভারেস্ট লিগে খেলতে যাচ্ছেন বলে জানিয়েছেন দেবাশীষ, ‘এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ। এই খেলার মধ্যে বোঝা যাবে স্কিল ও অন্যান্য বিষয়েও কতটুকু নিজেকে সামলাতে পারছে।’ 

পাকিস্তান সিরিজে তামিমকে দেখা যাবে কি না—এমন প্রশ্নে দেবাশীষ চোখ রাখলেন এভারেস্ট লিগের দিকে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত পুনর্বাসনের যে অবস্থা, ও বেশ আত্মবিশ্বাস পাচ্ছে। টপ স্কিল ট্রেনিং সে ১০০ ভাগ করতে পারছে। তবে খেলার বিষয়টি অন্যরকম। প্রকৃত খেলার মধ্যে যতক্ষণ না আসবে, ততক্ষণ ও নিজেকে বিচার করতে পারবে না। এভারেস্ট লিগে অংশগ্রহণটা তাই খুবই গুরুত্বপূর্ণ। এর ফিডব্যাকের ওপর নির্ভর করবে ভবিষ্যতে আমরা কীভাবে এগোব।’ 
 


   আরও সংবাদ