ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অর্থনীতি পুনরুদ্ধারে এডিবির ২ হাজার ১২১ কোটি টাকার ঋণ

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৯৮ বার


অর্থনীতি পুনরুদ্ধারে এডিবির ২ হাজার ১২১ কোটি টাকার ঋণ

টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বাংলাদেশকে মোট ৫০ কোটি ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এর প্রথম কিস্তি ২৫ কোটি ডলারের ২ হাজার ১২৫ কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে গতকাল। এ কর্মসূচির উদ্দেশ্য, করোনা মহামারী থেকে দ্রুত ও টেকসই পুনরুদ্ধার। এ ঋণের আওতায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

গতকাল এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এডিবি জানায়, কভিড-১৯ মহামারী দেশের ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৃহত্তর কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (সিএমএসএমই) মাত্র ২৮ শতাংশ আনুষ্ঠানিক ব্যাংকঋণ গ্রহণ করতে পারে। তাই সিএমএসএমইর জন্য ঋণ গ্রহণের সুযোগ বাড়ানো হলে অর্থনীতির এ গুরুত্বপূর্ণ খাতকে রক্ষা করা সম্ভব হবে। এটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে সমর্থন করবে। সেইজন্য টেকসই অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির উদ্দেশ্য হলো, কভিড-১৯ মহামারী থেকে দ্রুত ও টেকসই পুনরুদ্ধারের সুবিধা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এজন্য ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। এডিবির এ অর্থ আর্থিক সংস্থানের পাশাপাশি কুটির, ক্ষুদ্র এবং মাঝারি আকারের উদ্যোক্তাদের পুনরুদ্ধারে সহায়তা করবে।


এ ঋণ শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোতে সরকারের পরিকল্পিত পাবলিক বিনিয়োগকে সমর্থন করবে এবং অর্থনৈতিক কার্যক্রম এবং অর্থনীতি পুনরুদ্ধারে উদ্দীপিত করতে সহায়তা করবে। এটি দেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলোর সঙ্গেও সংযুক্ত এবং ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার বাংলাদেশের অগ্রযাত্রাকে সমর্থন করবে।

এডিবির প্রধান আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ শ্রীনিবাসন জনার্দনম বলেন, এ কর্মসূচির আওতায় বাংলাদেশের আর্থিক সংস্থানকে সরকারের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোতে ব্যয় এবং অধিক বিনিয়োগকে অগ্রাধিকার দেবে।


   আরও সংবাদ