ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪ ১৫:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩ বার
উদ্বোধনী জুটিতে হলো ধীর শুরু। এরপর রানের গতি বাড়ালেন শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি।
প্রায় দেড় বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান সুপ্তা। যদিও কাঙ্ক্ষিত সেঞ্চুরি পাননি তিনি, তবে বাংলাদেশ পেয়েছে বেশ ভালো সংগ্রহ।
বুধবার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ রান। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান ছিল এতদিন সর্বোচ্চ।
টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ধীর শুরু করেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। পাওয়ার প্লের ১০ ওভারে ২৭ রান তোলেন তারা। এই জুটি ভাঙেন ১৯তম ওভারে গিয়ে।
লরা ডেলেনির বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মুর্শিদা খাতুন। ৬১ বলে ৫ চারে ৩৮ রান করে আউট হন তিনি। আরেক ওপেনার ফারজানা হক আউট হন এইমি মেগোয়েরের বলে। এলবিডব্লিউ হওয়ার আগে ১১০ বলে ৬১ রান করে আউট হয়ে যান তিনি।
তিনে খেলতে আসা শারমিন আক্তার সুপ্তা দুর্দান্ত খেলতে থাকেন। মুর্শিদার পর তিনি জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে। এই জুটিতে বলের সঙ্গে পাল্লা দিয়েই রান আসে। ৬৪ বলে ৬১ রান করেন তারা।
৪৭তম ওভারে গিয়ে জ্যোতি আউট হন ২৮ বলে ২৮ রান করে। তার বিদায়ের পর আশা ছিল শারমিন আক্তার সুপ্তার সেঞ্চুরি নিয়ে। দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল তার সামনে।
কিন্তু তাকে ফিরতে হয়েছে তার আগেই। ১৪ চারের ইনিংসে ৮৯ বলে ৯৬ রান করে সুপ্তা ফ্রেয়া সারগান্টের বলে মিড অফে ক্যাচ দেন আরলেনে কেলির হাতে। তবে বাংলাদেশ শেষ অবধি করেছে রেকর্ড রান।