বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯০৬ বার
ছোটপর্দার গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন বেশ কিছুদিন আমেরিকা ঘুরে দেশে ফিরেছেন। জনপ্রিয় সিরিজ নাটক ‘যমজ’-এ অভিনয় করবেন তিনি। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
আমেরিকা সফর...
তারকাদের নিয়ে মানুষের কৌতূহল থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু কোনোকিছু অতিরিক্ত ভালো না। তারকারা কিছু করলেই তার পেছনে বড় বড় কারণ খোঁজা হয়। তার বেশিরভাগই অযৌক্তিক। আমার আমেরিকা সফর নিয়েও মানুষ অনেক কথা বলেছে। আমি আর ফিরব না, সেখানেই স্থায়ী হচ্ছি কত কী। কিন্তু আমি তো ঠিকই ফিরে এসেছি। এসব কথা যারা বলেছেন বিরক্ত হয়ে তাদের ফেইসবুকে ব্লকও করেছি। আমি সেখানে গিয়েছিলাম ২৮ জুলাই। ছোটবোনের কনভোকেশনে যোগ দিতে। ছোটবেলার বন্ধুর বাসায় থেকেছি, তার সঙ্গে ঘুরে বেড়িয়েছি। খুব মজার সময় কেটেছে। নিজের জন্য এমন একান্ত কিছু সময় মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
নতুন কাজ...
সিরিজ নাটক ‘যমজ’-এর নতুন পর্বের শ্যুটিং করব। এটি জনপ্রিয় একটি নাটক, আগের পর্বগুলো আমিও দেখেছি। মোশাররফ করিম একসঙ্গে এতগুলো চরিত্রে কী দারুণ অভিনয় করেন, যা প্রশংসার দাবিদার। সেই নাটকের একটা পার্ট হওয়া সত্যিই আনন্দের। তার সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শিখতে পারা। সুমন আনোয়ার পরিচালিত ‘সাদা মানুষ’ নাটকটি জনপ্রিয় হওয়ার পর এটি একসঙ্গে আমাদের নতুন কাজ। আমি খুবই এক্সাইটেড।
ব্যবসা...
অভিনয়ের পাশাপাশি অনলাইনে গত মাস থেকে একটি ব্যবসা শুরু করেছি। নাম ‘কমপ্লিমেন্ট ইয়োর মিরর’। যেখানে শুধু মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে টি-শার্ট, জুতা পাওয়া যায়। আমরা মাঝে মাঝে নিজেকে মূল্যায়ন করতে ভুলে যাই। জীবন নিয়ে হতাশা কাজ করে। অতিরিক্ত চিন্তা করি। কিন্তু নিজেকে মূল্যায়ন করলে যে কেউ নিজের আত্মবিশ্বাস পায়! তখন বুঝতে পারে যে সে নিজেও সুন্দর। ‘কমপ্লিমেন্ট ইয়োর মিরর’ মানে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে নিজে মূল্যায়ন করো। চাকরি খুব বেশি ভালো লাগে না। ছোট থেকেই ইচ্ছে ছিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার। সেই ভাবনা থেকেই ব্যবসা শুরু করেছি।
পরিকল্পনা...
কম মূলধন নিয়ে ছোট পরিসরে ব্যবসা আরম্ভ করেছি। ক্রেতার চাহিদার ওপর নির্ভর করছে ভবিষ্যতে ব্যবসার পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত। মিডিয়াতে ভালোবাসা থেকে কাজ করি। কিন্তু যতদিন আমার গ্ল্যামার আছে মিডিয়া ততদিন আমাকে চিনবে। গ্ল্যামার শেষ হলে আর চিনবে না। এটাই মিডিয়ার কঠিন বাস্তবতা। ব্যবসা শুরুর নেপথ্যে এই ভাবনাও কাজ করেছে।