স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৮ বার
বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর):রংপুরের পীরগঞ্জে গরু খামারীদের প্রণোদনার টাকা নিয়ে প্রতারণার অভিযোগে মতলুবর রহমান গ্রেফতার হলেও অনেকে ধরা ছোঁয়ার বাহিরে হয়েছে। তাই এ ব্যাপারে সুষ্ট তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বেশ ক’জন প্রকৃত গরু খামারী ।
একাধিক সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সুষ্ট তদারকির অভাব ও স্বজনপ্রীতির কারনে পীরগঞ্জে সামপ্রতিক সময়ে গরু খামারীদের মাঝে প্রণোদনার টাকা বিতরণের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও টাকা গ্রহণের ক্ষেত্রে অনেকে প্রতারিত হয়েছেন । এ ব্যাপারে প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করেও কোন ফল হয়নি।
এ দিকে খামারীদের টাকা নিয়ে প্রতারণার ঘটনায় শুক্রবার এলাকাবাসী উপজেলার কাবিলপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মেহেদুল ইসলামের পুত্র মতলুবর রহমানকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে । পরে এ ব্যাপারে বেতকাপা গ্রামের আলম মিয়ার পুত্র মাহবুব মিয়া বাদী হয়ে মতলুবর রহমান ও মাহবুবার রহমান আলম মিয়া সহ অজ্ঞাতদের অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় মামলা করে । যার নং-৪০/৪১২ । মামলার তদন্ত কর্মকর্তা নুরে আলম মন্ডল মতলুবর রহমানকে কোর্টে প্রেরন করে ।
অপর দিকে মতলুবর রহমানের গ্রেফতারে অনেক গরু খামারী সন্তোষ প্রকাশ করেছেন । নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন গরু খামারী তাদের প্রতিক্রিয়ায় বলেন, অনেক প্রকৃত গরু খামারীর নাম তালিকা ভুক্ত থাকলেও তাদের অনেকের ভাগ্যে প্রণোদনার টাকা আসেনি । অনেক অ-খামারী প্রণোদনার টাকা প্রাপ্ত হয়েছেন । অনেকের টাকা চলে গেছে বিশেষ চক্রের হাতে । তাই পীরগঞ্জের প্রণোদনাভুক্তদের তালিকার ব্যাপারে সুষ্ট তদন্ত হলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে বলে প্রকৃত গরু খামারীরা মনে করেন ।
মতলুবর রহমানের গ্রেফতারের ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আমাদের অফিসের লোকজন প্রণোদনার নাম তালিকায় অর্ন্তভুক্ত করার সময় মতলুবর রহমান সুযোগ নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।