বিনোদন ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২১ ১৯:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬৯ বার
নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর পরকীয়ার ঘটনায় পল্লী চিকিৎসক রহিদুল ইসলামকে (৪৫) হত্যা মামলার মূল আসামি মহসিন আলী ভুট্টুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার রাতেই তাকে নলডাঙ্গা থানায় আনা হয়।
এর আগে সোমবার পল্লী চিকিৎসক রহিদুল ইসলামকে হত্যা করার ঘটনায় তার ভাই হাবিবুর রহমান বাদী হয়ে মহসিন আলী ভুট্টুকে প্রধান আসামি করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতার মহসিন আলী ভুট্টু (৪০) উপজেলার কোমরপুর গ্রামের আকরাম আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মহসিন আলী ভুট্টুকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে নলডাঙ্গা থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন আলী স্বীকার করেছে তার স্ত্রীর সঙ্গে পল্লী চিকিৎসক রহিদুলের পরকীয়া সম্পর্কের কারণে ক্ষিপ্ত হয়ে ফালা ও ছুরিকাঘাত করে হত্যা করেছে সে। বুধবার মহসিন আলী ভুট্টুর জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টম্বর সোমবার দিনগত রাত ৯টার সময় আসামি মহসিন আলী ভুট্টুর স্ত্রীর সঙ্গে পল্লী চিকিৎসক রহিদুল ইসলামের পরকীয়া সম্পর্কের জেরে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে ফালা ও ছুরিকাঘাত করে পেটে গুরুতর জখম করে। ফালার আঘাতে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
ঘটনার ৭ দিন পর গত রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পল্লী চিকিৎসক রহিদুল ইসলাম। এ নিয়ে সোমবার যুগান্তর অনলাইনে ‘স্ত্রীর পরকীয়ার জেরে চিকিৎসক খুন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।