ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২১ ১৭:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯৮ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলা আদিবাসী হত্যা মামলার দু আসামিকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ ।
বৃহস্পতিবার বিকালে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ফতেপুর হিন্দু পাড়া গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন- শ্রী দশরম (৩৫) শ্রী লালমোহন (২২)।
জানাগেছে গত সোমবার নওগাঁ জেলার পোরশা থানার মুরলী এলাকায় জমি জমা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মিনু(৫০) নামে এক আদিবাসী খুন হলে নিহতের স্ত্রী বাদি হয়ে পোরশা থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যার পরই আসামিরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। এ ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে পুলিশ আসামিদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমরিন রাশাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেফতার করে।
পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামিরা সেই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং হত্যার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে ফতেপুর হিন্দু পাড়া এলাকায় এসে ছিল। মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তারা উক্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। গ্রেফতার আসামিদের শুক্রবার নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।