ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এমবাপ্পেকে নিয়ে কথা বলায় রিয়ালের শাস্তি চায় পিএসজি

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১১ অক্টোবর, ২০২১ ১২:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯২ বার


এমবাপ্পেকে নিয়ে কথা বলায় রিয়ালের শাস্তি চায় পিএসজি

জিনেদিন জিদান থেকে শুরু- এখনও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কথার যুদ্ধ! কখনও রিয়াল মাদ্রিদের সভাপতি, কখনও আবার দলের কোনো তারকা, আবার কোচও। এমবাপ্পেকে নিয়ে লস ব্লাঙ্কোসদের এমন আগ্রহে পিএসজি বারবার নাখোশ হয়েছে। এবার তো শাস্তিই চেয়ে বসলেন ফরাসি ক্লাবটির স্পোটিং ডিরেক্টর লিওনার্দো, 'তারা বলছে এমবাপ্পের সঙ্গে নাকি যোগাযোগ করছে না। আমি বলব, তারা ফ্রিতেই চাইছে এমবাপ্পেকে দলে নিতে। এটা মোটেও কাম্য নয়। দুই বছর ধরে তারা উন্মুক্তভাবে এমবাপ্পেকে নিয়ে কথা বলছে। এ জন্য তাদের শাস্তি হওয়া উচিত।'

এদিকে এমবাপ্পের রিয়ালে যাওয়া নিয়ে এখনও চলছে নানা নাটকীয়তা। সর্বশেষ ফরাসি দৈনিক এল ইকুইপেকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, 'আমি পিএসজি ছাড়তে চেয়েছিলাম। চেয়েছিলাম ক্লাব যেন আমার দলবদলের অর্থটা পায়। কারণ এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। এটাও বলেছি, ক্লাব ছাড়তে না চাইলে আমি থাকব।'

এর পরই রিয়াল সভাপতি পেরেজ বলেন, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এমবাপ্পেকে আনার জন্য তৈরি হচ্ছে রিয়াল। পেরেজের এমন কথা শুনে রেগে যান লিওনার্দোও, 'তারা আবারও আমাদের খেলোয়াড় নিয়ে কথা বলল। এটা আসলে সম্মান দেখানোর ঘাটতি। কিলিয়ান এখনও আমাদের ফুটবলার।'

আবার এমবাপ্পের মা ফাইজা বলছেন পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের পথেই আছেন তারা, 'বর্তমানে আমরা পিএসজির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, সবকিছু ইতিবাচক। আমি গতরাতেও পিএসজির স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতা পর্যন্ত তারা সব করতে রাজি। আর কিলিয়ান চায় ভালো থাকতে। যদি সে এখানে ভালো না অনুভব করে তাহলে বলে দেবে যে আমি চলে যাব।'

মোনাকো থেকে পিএসজি যাওয়ার কয়েকদিন পরই রিয়াল মাদ্রিদের চোখ পড়ে এই ফরাসি সেনসেশনের ওপর। এমবাপ্পের পারফরম্যান্স গ্রাফও তরতর করে এগোতে থাকে। এরপর লস ব্লাঙ্কোসদের আরও পছন্দের হয়ে যান তিনি।


   আরও সংবাদ