বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২১ ০৮:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫২০ বার
বিতর্কিত পেনাল্টিতে সাফে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। মালে স্টেডিয়ামে বুধবার ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জামাল-তপুরা। ম্যাচের শেষ মূহুর্তে রেফারির প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে ম্যাচে ফিরে নেপাল। এতে ১-১ গোলের ড্রয়ে সাফ চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্যর্থতার গল্প লিখল লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের বিপক্ষে ড্র করে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে উঠল নেপাল। কিন্তু এই ম্যাচের পরেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের কোচ আবদুল্লাহ আল মুতাইরির।
নেপালের কুয়েতি কোচ আবদুল্লাহ জানান, 'ফাইনাল শেষে আমি আর নেপাল ফিরবো না। চলে যাবো দেশে। '
তার এই ক্ষোভের কারণ, নেপালি মিডিয়া তাকে জড়িয়ে প্রতিবেদন করেছে, যেখানে তাকে ফিক্সিংয়ে জড়ানো হয়েছে। এমন প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ক্ষোভ উগড়ে দিয়ে আবদুল্লাহ বলেন, 'আমি একজন কোচ, দাস নই।'