ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পুলিশ-মুসল্লি সংঘর্ষ : চার হাজার জনকে আসামি করে দুই মামলা

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২১ ১২:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০৭ বার


পুলিশ-মুসল্লি সংঘর্ষ : চার হাজার জনকে আসামি করে দুই মামলা

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জেরে শুক্রবার (১৫ অক্টোবর) রাজধানী নাইটিঙ্গেল ও কাকরাইলে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় হয়ে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে চার হাজার ব্যক্তিকে।

শুক্রবার (১৫ অক্টোবর) রাত ১২টার পর পল্টন ও রমনা থানায় মামলা দুটি করে পুলিশ।

পুলিশ বলছে, মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়েছে।

মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫০০ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি।

অন্যদিকে, রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ জনকে। দুই মামলায় নাম উল্লেখ থাকা ২১ আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে জাফরুল্লাহ খানও রয়েছেন।

মামলার আসামিদের মধ্যে জাফরুল্লাহ খানসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পল্টন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া।

অন্যদিকে, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার দিন ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছিল। পরে তাঁদের নাম উল্লেখ করে মামলা হয়। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।


   আরও সংবাদ