ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাঁচবিবির জয়হার দাখিল মাদ্রাসার নতুন শ্রেণী কক্ষের ভিত্তি প্রস্থর স্থাপন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২১ ২৩:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯৬ বার


পাঁচবিবির জয়হার দাখিল মাদ্রাসার নতুন শ্রেণী কক্ষের ভিত্তি প্রস্থর স্থাপন

 
 
পাঁচবিবিতে জয়হার আমিনিয়া মহব্বতীয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার নতুন শ্রেণী কক্ষের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার সকালে মাদ্রাসার চত্বরে নতুন ৪টি শ্রেণী কক্ষের ভিত্তি ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগ সভাপতি আরিফুর রহমান রকেট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য নিয়ামুল হাসান সরকার মতিন, জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল, মাদ্রাসার সুপার আজিজুর রহমান, ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুর রহমান চৌধুরী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু প্রমুখ। ভিত্তি ফলক উন্মোচন শেষে মাদ্রাসা ও উপস্থিত সকলের কল্যান কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নতুন কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সবশেষে মাদ্রাসা চত্তরে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। নতুন ৪টি শ্রেণী কক্ষের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে এডিপির ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।


   আরও সংবাদ