ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাকিবের বদলি শামীম, একাদশে থাকবেন সৌম্য-লিটন

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১ নভেম্বর, ২০২১ ২০:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬৬ বার


সাকিবের বদলি শামীম, একাদশে থাকবেন সৌম্য-লিটন

চোট নিয়ে মাঠের লড়াইয়ে দর্শক হয়ে গেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। সাকিবের বিশ্বকাপ মিশন শেষ হওয়ায় কপাল খুলেছে শামীম হোসেন পাটোয়ারীর। বাংলাদেশের একাদশে জায়গা পেতে যাচ্ছেন এ তরুণ তুর্কি।

আগামীকাল দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে শামীমের। ম্যাচের আগের দিন আজ সোমবার, ১ নভেম্বর খবরটি নিশ্চিত করেছেন কোচ রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে টাইগারদের একাদশে থেকে যাচ্ছেন সৌম্য সরকার ও লিটন দাস।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার, ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। সাকিব বাদ পড়ায় একাদশ সাজাতে বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। পিঠের ইনজুরি নিয়ে আগেই দেশে ফিরে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

অনুশীলনে চোট পেয়ে বিশ্রামে রয়েছেন নুরুল হাসান সোহান। প্রোটিয়াদের বিপক্ষে তিনিও খেলতে পারবেন না। তাই সব দিক থেকেই বিশ্বকাপ অভিষেকের দ্বারপ্রান্তে এখন শামীম।

সাকিবের বদলে দলে জায়গা করে নিচ্ছেন শামীম হোসেন পাটোয়ারী। সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন, ‘সাকিব না থাকা অবশ্যই বড় ধাক্কা। সে না খেললে একজন বোলার বা ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হয়। কিংবা অনিয়মিত বোলার নিয়ে খেলতে হয়। দলের ভারসাম্যের জন্য তাই বড় ক্ষতি। পাশাপাশি, চাপের সময়ে তার নেতৃত্ব ও পুরো আবহে যে স্থিরতা সে দলে এনে দেয়, সেটিও পাওয়া যাবে না। তবে এটাই হয়তো সুযোগ করে দিচ্ছে নতুন কারও বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার। তরুণ একজন ক্রিকেটারের জন্য সেটি হবে ইতিবাচক দিক। কালকের ম্যাচ খেলার মতো ফিট হবে না সোহান। শামীম ও সৌম্য সরকার, আমাদের দুই ব্যাকআপ ব্যাটসম্যান, থাকবে একাদশে।’


   আরও সংবাদ