ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ নভেম্বর, ২০২১ ১৬:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫৪ বার


টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় টাইগাররা সাউথ আফ্রিকার বিপক্ষে পাচ্ছে না সাকিব আল হাসানের সার্ভিস। হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার জায়গা অভিষেক হতে যাচ্ছে মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারির।


নিয়মরক্ষার ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। সুপার টুয়েলভের টানা তিন ম্যাচ হেরে যাওয়ার এই ম্যাচ বাংলাদেশের জন্য নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সেমিতে খেলার আর কোনো সম্ভাবনা নেই।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় টাইগাররা সাউথ আফ্রিকার বিপক্ষে পাচ্ছে না সাকিব আল হাসানের সার্ভিস। হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তার জায়গা অভিষেক হতে যাচ্ছে মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারির।

২০০৭ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ মিস করছেন সাকিব।

অপরদিকে উইকেটকিপার নুরুল হাসান সোহানকেও এই ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মাঠে নামা হচ্ছে না তার। ফলে উইকেট সামলানোর দায়িত্বে থাকছেন লিটন দাস।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

সাউথ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, রাসি ফন ডার ডুসেন, টেম্বা বাভুমা, ডেভিড মিলার, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশভ মহারাজ, আনরিক নরটিয়া ও তাবরেজ শামসি।


   আরও সংবাদ