নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২১ ১৮:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৭ বার
।
মোঃছাইদুল ইসলাম, ধামইরহাট, (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা ভূমি অফিস চলাকালীন সময় অফিস রুমে নিজের ব্যবহৃত মোটরসাইকেল রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে ওই ভূমি অফিসের জরিপ শাখার সার্ভেয়ার মো. মইনুল হোসাইনের বিরুদ্ধে।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার (১০ নভেম্বর) দুপুর ১.৩০ মিনিটে উপজেলা ভূমি অফিসের জরিপ শাখার সার্ভেয়ার মো. মইনুল হোসাইন তার ব্যবহৃত ইয়ামাহা এফ জেড এস (ব্লু রঙের) মোটরসাইকেলটি, নিজ অফিস কক্ষে রেখে পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলায় দায়িত্ব পালন করতে যান। এমন অবস্থা দেখে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে একরকম চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, সার্ভেয়ার সংকটের কারণে উপজেলা ভূমি অফিসের জরিপ শাখার সার্ভেয়ার মো. মইনুল হোসাইন সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ধামইরহাটে কাজ করেন। বাকী অন্যান্য দিন পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলায় কাজ করেন।
ভূমি অফিসের সেবা নিতে আসা আবু ইউসুফ মুর্তজার রহমান বলেন, 'সরকারি অফিস চলাকালীন সময় একজন কর্মচারী কিভাবে তার অফিস কক্ষে মোটরসাইকেল স্ট্যান্ড করে রেখে দেন তা আমার বোধগম্য নয়। তিনি এও বলেন, শুধু তাই নয় একটি কাজের জন্য ১৫ দিন ধরে ঘুরছি কিন্তু কোনো কাজ হচ্ছেনা'।
অপর সেবা নিতে আসা আব্দুর রহিম বলেন, 'ধামইরহাটের ভূমি অফিস অব্যবস্হাপনায় ভর, আমরা এর প্রতিকার চাই'।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায় বলেন, 'বিষয়টি আমার জানা নেই'।
এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা শিব্বির আহমেদ বলেন, 'আজকে ওনার নজিপুরে ডিউটি রয়েছে। তার অনুপস্থিতিতে সিকিউরিটির জন্য মোটরসাইকেলটি অফিস কক্ষে রাখতেই পারেন এটি আমি দোষের কিছু দেখছি না'।
উপজেলা ভূমি অফিসের জরিপ শাখার সার্ভেয়ার মো মইনুল হোসাইনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি নজিপুরে বাসা ভাড়া নিয়ে থাকি। সপ্তাহে তিন দিন আমাকে ধামইরহাটে যেতে হয়। তিনি এও বলেন, ওই মোটরসাইকেলটি আমার নয়। কে বা কারা রেখেছে সে বিষয়ে আমি বলতে পারব না'।