ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২১ ১৮:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৬ বার


ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

 
 
 কামরুল হাসান
কালিহাতী(টাঙ্গাইলৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ)প্রতিনিধি  
বঙ্গবন্ধু সেতু -ঢাকা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার(১৭ নভেম্বর) দিনগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া আন্ডারপাসের নিচ থেকে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোড়াই কইল্যান হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. মাহাবুবুর রহমান(৩৫), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বড়কাচনা গ্রামের মোতালেব মিয়ার ছেলে মোজাম্মেল(২২) ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান হৃদয়(২০)।
 
পুলিশ জানায়, ধেরুয়া আন্ডারপাস এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুই ইউনিট দু’দিক থেকে তাদের ঘেরাও করে।
 
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। এ সময় তিন ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমানের নামে ২০১৪ সালে মির্জাপুর থানায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মামলা হয়। এছাড়া তার নামে ডাকাতি, চুরি, ছিনতাই, সন্ত্রাসী, মারামারি, অপহরণ ও পুলিশের উপর হামলার অভিযোগে মোট ৮টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
 
তারা সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এলাকায় দীর্ঘদিন যাবৎ এ ধরণের অপরাধ সংঘটিত করছিল। বিভিন্ন সময় ডিবি-পুলিশ পরিচয়েও তারা ডাকাতি করত।
 
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মাদ রিজাউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।


   আরও সংবাদ