ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মুস্তাফিজের পায়ে চুমু খাওয়া ভক্ত আটক, আইন অনুযায়ী ব্যবস্থা

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২১ নভেম্বর, ২০২১ ০৮:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৪৪ বার


মুস্তাফিজের পায়ে চুমু খাওয়া ভক্ত আটক, আইন অনুযায়ী ব্যবস্থা

করোনার পর দীর্ঘ প্রতীক্ষা শেষে দর্শকরা ফিরেছেন মাঠে। কিন্তু এরই মাঝে অনাহূত এক দর্শক ঘটিয়ে বসলেন নিন্দনীয় এক কাণ্ড। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ পাকিস্তানের ইনিংস চলাকালে এক সমর্থক গ্যালারির সীমানা টপকে মাঠে প্রবেশ করেন।

মাঠে ঢুকেই তিনি ছুটে যান বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দিকে। আম্পায়ার ও খেলোয়াড়রা তাকে বারবার মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করার আগে মুস্তাফিজের পায়ে চুমু খান ঐ ভক্ত।

নিরাপত্তাকর্মীরা আটকের পর মিরপুর থানায় নিয়ে গেছেন ঐ ভক্তকে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার নাম মোহাম্মদ রাসেল, একজন স্কুল শিক্ষার্থী। যদিও কোন স্কুলের শিক্ষার্থী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিজেকে পরিচয় দিয়েছেন মুস্তাফিজের ভক্ত হিসেবে। তার বাড়ি কুমিল্লা।

অনাহূত ভক্তকে মাঠে দেখে বিব্রত হয়ে পড়েন ক্রিকেটাররাও।
মিরপুর থানার কর্মকর্তা মোহাম্মদ বকশি বিডিক্রিকটাইমকে আরও জানান, এই ভক্ত কীভাবে মাঠে প্রবেশ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দর্শকরা মাঠে ফিরলেও ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থেকে এই সিরিজে অংশ নিচ্ছেন। মাঠে ভক্তের অনুপ্রবেশে বলয়ের স্বাস্থ্য-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


   আরও সংবাদ