ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২১ ১৭:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪২ বার


চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে লটারির  মাধ্যমে শিক্ষার্থী ভর্তি

মোঃছাইদুল ইসলাম,

নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত এ লটারি প্রক্রিয়ার মাধ্যমে আগামী নতুন বছরে ৬ষ্ঠ শ্রেনীতে মোট ১শত জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।

 

এসময় লাটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ছিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, সহকারি ইংরেজি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী বলেন, গত নভেম্বর মাসের ২৫ তারিখ থেকে চলতি মাসের ১৫তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলমান থাকে। এতে মোট ৩৩৯জন ৬ষ্ঠ  শ্রেনীতে ভর্তির জন্য আবদেন করলে তারই ধারাবাহিকতায় লটারি প্রক্রিয়ার মাধ্যমে ১শত জন শিক্ষার্থী নির্বাচিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।


   আরও সংবাদ