ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অ্যাডিলেড টেস্টে জয় দেখছে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২১ ২২:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২৮ বার


অ্যাডিলেড টেস্টে জয় দেখছে অস্ট্রেলিয়া

আ্যাডিলেডে  ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে জয় দেখছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ম্যাচ জিততে পঞ্চম ও শেষ দিন অস্ট্রেলিয়ার চাই ছয় উইকেট। আর ইংল্যান্ডের দরকার ৩৮৬ রান। এখন পর্যন্ত দিবা-রাত্রির আটটি দিবা-রাত্রির টেস্ট খেলে সবগুলোতেই জিতেছে অস্ট্রেলিয়া। শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখতে কালও ঝাপিয়ে পড়বে অসিরা।

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৪৬৮ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে  চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ৮২ রান করেছে ইংল্যান্ড।  

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া। তাই ৯ উইকেট হাতে নিয়ে ২৮২ রানে এগিয়েছিলো অসিরা।

চতুর্থ দিন ৬১ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৩০ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এই ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন র্মানাস লাবুশেন ও ট্রাভিস হেড। এছাড়া মার্কাস হ্যারিস ২৩, মিচেল স্টার্ক ১৯ ও ক্যামেরুন গ্রিন অপরাজিত ৩৩ রান করেন।

বল হাতে ইংল্যান্ডের ওলি রবিনসন-জো রুট ও ডেভিড মালান ২টি করে উইকেট নেন।

চা-বিরতি আগে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনায় ৪৬৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ইংলিশরা। রানের খাতা খোলার আগেই ওপেনার হাসিব হামিদকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসন। এরপর মালানের সাথে ৪৪ ও অধিনায়ক রুটের সাথে ২২ রানের জুটি গড়েন আরেক ওপেনার ররি বার্নস। মালান ২০ ও বার্নস ৩৪ রানে আউট হন। মালানকে শিকার করেন অভিষেক টেস্ট খেলতে নামা পেসার মাইকেল নেসার।

৩১তম ওভারে বার্নসের আউটের পর বেন স্টোকসকে নিয়ে লড়াই শুরু করেন রুট। দিনের বাকী সময়টা বিপদ ছাড়া শেষ করতে চেয়েছিলেন রুট। নিমিষেই ৭৩ বল খেলে ফেলেন তারা। কিন্তু ৪৪তম ওভারের দ্বিতীয় বলে দিনের শেষভাগে রুটকে  আউট করে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক।

রুটের বিদায় নিশ্চিত করেন স্টার্ক। ৬৭ বল খেলে মাত্র ১টি চার মারেন রুট। রুটের আউটের পরই দিনের খেলার ইতি ঘটে। ৪০ বল খেলা স্টোকস ৩ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার রিচার্ডসন ২টি, স্টার্ক-নেসার ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪৭৩/৯ডি ও ২৩০/৯ডি, ৬১ ওভার (লাবুশেন ৫১, হেড ৫১, রুট ২/২৭)।
ইংল্যান্ড : ২৩৬ ও ৮২/৪, ৪৩.২ ওভার (বার্নস ৩৪, রুট ২৪, রিচার্ডসন ২/১৭)।

সূত্র : বাসস


   আরও সংবাদ