ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২১ ১৯:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৪৫ বার
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই ধর্মকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও সূধীজনদের সাথে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলদেশেরই নেতা নয়, তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য ধাপে ধাপে প্রস্তুত করেছেন। পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। চারদলীয় জোট ইসলামের আইন আর সৎ লোকের শাসনের কথা বলে। কিন্তু আইন পাশ করার মতো সংসদে তাদের ক্ষমতা থাকার পরেও ইসলামের একটি আইনও তারা পাশ করে নাই। চারদলীয় জোট ধর্মের নাম নিয়ে ক্ষমতায় যায়। কিন্তু ধর্মের কোনো কাজই করে না।
তিনি বলেন, আমাদের স্বাধীনতা এসেছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। স্বাধীনতার জন্য আত্মত্যাগে বলীয়ান হয়ে যারা সেই আদর্শ ধারণ-লালন-পালন করে যাচ্ছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধিসহ তাদের জন্য নতুন ঘর তৈরি করে দিচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধারা যাতে দেশের সকল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পায় এজন্য সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। সারাদেশে মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: মহিউদ্দিন মহারাজ, জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এবং ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো: মিরাজুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।
মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে ভান্ডারিয়ার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।