ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেয়ার নিয়ম বাতিল হচ্ছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২১ ২১:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০০ বার


বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেয়ার নিয়ম বাতিল হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পাঁচটি হলে বিবাহিত শিক্ষার্থীদের হলে না থাকার বিষয়ে যে নিয়ম ছিল তা বাতিল করা হয়েছে।

রিটকারী আইনজীবী শিশির মনির বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন। পোস্ট এ তিনি লিখেছেন, ‘অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার বিধান স্থগিত করা হয়েছে। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। 

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আকরাম হোসেন।

তিনি বলেন, নারী শিক্ষার্থীদের হলের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম ছিল তা বাতিল করা হয়েছে এবং অন্তঃসত্ত্বাদের সার্বিক নিরাপত্তা এবং মা-বাচ্চা উভয়ের সুবিধার্থে হলে থাকার বিষয় বারণ করা হচ্ছে। তবে কোনো  ধরনের বাধা নেই। আজকের সিদ্ধান্তটি সুপারিশ হিসেবে সিন্ডিকেটে যাবে। তারপর চূড়ান্ত হবে।


   আরও সংবাদ