ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বরফ খাওয়ার প্রবণতা যে রোগের লক্ষণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২১ ১১:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫১০ বার


বরফ খাওয়ার প্রবণতা যে রোগের লক্ষণ

অনেকেরই ফ্রিজ থেকে হুট করে বরফ বের করে খাওয়ার অভ্যাস হয়ে থাকে। ফলে বাজারে গিয়ে আইসক্রিম খাওয়ার অভ্যাসও গড়ে ওঠে। কিন্তু আপনি কি জানেন এই বরফ খাওয়ার অভ্যাসের পেছনে বাজে কোনো রোগ লুকিয়ে আছে?

সচরাচর বরফ খাওয়ার অভ্যাস থেকে প্রোগোফাগিয়া নামক এক ধরণের মানসিক রোগের লক্ষণ শনাক্ত করা যায়। মূলত এই সমস্যায় আক্রান্ত মানুষেরা মোম, গণলু, ময়লা এবং আজেবাজে অখাদ্য খাওয়ার প্রতি আগ্রহ দেখিয়ে থাকে। 

তাছাড়া যেসকল খাবার আদৌ খাবার যোগ্য না তা খাওয়া অনেক ক্ষেত্রে এনিমিয়ার লক্ষণ। দেহে আয়রনের চাহিদা থেকে এমন আগ্রহ গড়ে উঠতেই পারে। 

তাই আপনার যদি হুট করে এমন বদভ্যাস গড়ে ওঠে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।


   আরও সংবাদ