ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২১ ২০:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২৪ বার
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
বৃহস্বপতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ঘোষিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
এবার ৩ হাজার ৬৮৫টি কেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবছর তিন হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পাস করেছিল। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৪৭২টি বেড়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন পাস করেছে। পাসের হার ৯৩.৫৮ শতাংশ।