ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২২ ১৪:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১৭ বার
বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।
বার্তায় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের সাথে সম্পর্ক আরো এগিয়ে নিতে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশ।
এতে বলা হয়, একটি ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং সম্পর্ক আরো এগিয়ে নিতে ভবিষ্যতেও একসাথে কাজ করবে।
এ উপলক্ষে বাংলাদেশের জনগণ মিয়ানমারের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ এখন কক্সবাজার ও ভাসানচর দ্বীপে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।
সূত্র : ইউএনবি