ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২২ ২৩:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯৬ বার
সীমান্তের কঠোর নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় পালিয়ে যাওয়া ব্যক্তি সিউলে কঠিন জীবনযাপন করছিলেন। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যম এই তথ্য দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার একজন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সম্প্রতি যে ব্যক্তি সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় চলে গেছেন তার বয়স ৩০ বছরের মতো। বছর খানেক আগে তিনি উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। রাজধানী সিউলে তিনি খুবই গরিবি জীবনযাপন করতেন এবং তিনি পেশায় সেখানে একজন দারোয়ান ছিলেন।
ওই কর্মকর্তা আরো বলেন, উত্তর কোরিয়া থেকে চলে আসা লোকটিকে দক্ষিণ কোরিয়ায় নিচু শ্রেণীর লোক বলে গণ্য করা হয়েছিল এবং তার উপার্জন ছিল খুবই কম। ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে এই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করতে চান নি।
এন কে নিউজ ওয়েবসাইটও দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন, পালিয়ে যাওয়া ব্যক্তিটি সিউলে নিজের বাড়িতে কঠিন জীবনযাপন করতেন।
পালিয়ে যাওয়া ওই ব্যক্তি কোনো গুপ্তচর ছিলেন কিনা -এমন ধারণাও এই কর্মকর্তা নাকচ করে দেন। তিনি বলেন, তার এমন কোনো চাকরি বা পেশা ছিল না যে কারণে গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর কোনো তথ্য তার পক্ষে পাওয়া সম্ভব ছিল।
সূত্র : পার্সটুডে