ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রতিরোধের চেষ্টা করেও হার মানলেন সাদমান-শান্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৮৯ বার


প্রতিরোধের চেষ্টা করেও হার মানলেন সাদমান-শান্ত

ক্রাইস্টচার্চে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করেছে। ফলো অনে পড়ে আজ সকালেই হারিয়েছে সাদমান ইসলাম আর নাজমুল হোসাইন শান্তর উইকেট দুটি। বাংলাদেশের স্কোর এখন ২ উইকেটে ৭৪ রান। ইনিংস পরাজয় এড়াতে দরকার আরো ৩২১ রান। প্রথম ইনিংসে যেখানে বাংলাদেশ ১২৬ রানে অল আউট হয়ে গেছে, সেখানে এই স্কোর হয়তো খুব খারাপ নয়। তবে লড়াই করার জন্য যথেষ্ট নয়। এখন নাইম ১৫ ও মুমিনুল ২ রান নিয়ে ক্রিজে আছেন।

সাদমানই প্রথম বিদায় নেন। তিনি করেছিলেন ২১ রান। দলীয় ২৭ রানেই তার উইকেট যায়। তবে এরপর শান্ত আর নাইম লড়াই করার চেষ্টা করেছিলেন। এই জুটি দলীয় স্কোর ৭১ করার পর বিচ্ছিন্ন হয়। শান্ত ২৯ করে সাজঘরে ফিরে যান।
 
উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রান করে ঘোষণা করেছিল। আজ চলছে ম্যাচের তৃতীয় দিন।
প্রথম টেস্টে বাংলাদেশ দারুণ জয় পেয়েছিল।


   আরও সংবাদ