ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৫৭ বলে আশরাফুলের ১৫, ২৭ বলে তামিমের ৯

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২২ ১৮:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪৭ বার


৫৭ বলে আশরাফুলের ১৫, ২৭ বলে তামিমের ৯

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারলেন না তারকা দুই ব্যাটার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে পূর্বাঞ্চলের হয়ে ২৭ বল খেলে মাত্র ৯ রান করেন তামিম ইকবাল। অন্যদিকে মোহাম্মদ আশরাফুল টেস্ট মেজাজে খেলেও থিতু হতে পারেননি। ৫৭ বল খরচ করে তার রান মাত্র ১৫। এমন পারফরম্যান্স দলের উপর পড়েছে ভালোমতো। তাদের দল পূর্বাঞ্চল ৩ উইকেটে হেরেছে দক্ষিণাঞ্চলের কাছে।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯২ রান করে পূর্বাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। ইরফান শুকুর ৩৩, আফিফ হোসেন ২৯, শুভ ২২ রান করেন। ওপেনিংয়ে নেমে হতাশ করেন তামিম ইকবাল। ২৭ বলে ৯ রান করেন তিনি। ৫৭ বলে ১৫ রান করেন মোহাম্মদ আশরাফুল। বল হাতে দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণাঞ্চল। দলের হয়ে মাইশুকুর, অধিনায়ক জাকির ও নাহিদুল ইসলাম করেন সমান ২৭ রান। মেহেদী হাসান ৩৭ রানে থাকেন অপরাজিত। তৌহিদ হৃদয় করেন ২৩ রান। অলরাউন্ডিং পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণাঞ্চলের নাহিদুল ইসলাম।

অপর ম্যাচে সাকিবের মধ্যাঞ্চল ২৮ রানে হারিয়েছে উত্তরাঞ্চলকে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬২ রান করে মধ্যাঞ্চল। দলের হয়ে প্রায় সবাই রান পেয়েছেন। সর্বোচ্চ ৫৫ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আব্দুল মজিদের ব্যাটে আসে ৫৩ রান। ওপেনার সৌম্য সরকার ৬০ বলে করেন ৪০ রান। মাহমুদউল্লাহর বলে স্টাম্পিংয়ের শিকার সাকিব আল হাসান সাজঘরে ফেরেন ৩৬ বলে ৩৩ রান করে। শেষের দিকে ৩২ বলে ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন আল আমিন।
 
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারানো উত্তরাঞ্চল ৯ উইকেটে সংগ্রহ করতে পারে ২৩৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন নাঈম ইসলাম। অধিনায়ক মার্শাল আইয়্যুব ১ রানে ফিরলেও মাহমুদউল্লাহ করেন ৪৩ রান।


   আরও সংবাদ