ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২২ ১৯:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৪৮ বার
চীনের মধ্যাঞ্চলের শহর আনিয়াংয়ে করোনার নতুন ধরন ওমিক্রনের তীব্র সংক্রমণ দেখা দিয়েছে। ওমিক্রনের এ সংক্রমণ প্রতিরোধে চীনের এ শহরটির অর্ধকোটি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এছাড়া ডিসেম্বর থেকে চীনের জিয়ান শহরের এক কোটি ৩০ লাখ মানুষকেও লকডাউনের বিধি-নিষেধ মানতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যমগুলো। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন খুবই দ্রুত ছড়ায়। এ কারণে চীনের হেনান প্রদেশে ওমিক্রনের তীব্র সংক্রমণ দেখা দেয়ার এক দিনের মাথায় ওই প্রদেশের আনিয়াং শহরে লকডাউন দেয়া হয়েছে। ওই শহরটির মোট অধিবাসী হলেন ৫০ লাখ। কয়েক মাসের মধ্যে করোনা প্রতিরোধে এ শহরটিতে দ্বিতীয়বারের মতো লকডাউন দেয়া হয়েছে।
হেনান প্রদেশের আনিয়াং শহরের বাসিন্দাদের বলা হয়েছে যে তারা যেন ঘরের বাইরে না যান। এছাড়া সকল ধরনের গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সোমবার ওমিক্রনে দু’ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন। এরপর মঙ্গলবার সকালে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাড়ায় ৫৮ জনে। তারা সকলেই ওমিক্রনে সংক্রমিত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এদিকে চীনের জিয়ান শহরের এক কোটি ৩০ লাখ মানুষকেও লকডাউনের বিধি-নিষেধ মানতে হচ্ছে। এছাড়া চীনের উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে প্রথমবারের মতো কমিউনিটি পর্যায়ে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। শনিবার চীনা কর্তৃপক্ষ এমন তথ্য দেয় বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। চীনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চীনের তিয়ানজিন শহরে করোনার ওমিক্রন ধরনে সংক্রমিত ১৫ থেকে ১৮ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া মঙ্গলবার চীনের ১১০ ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে চীনের হেনান প্রদেশে সংক্রমণের হার বেশি। এখানে ৮৭ ব্যক্তি নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।
সূত্র : আল-জাজিরা, ব্লুমবার্গ ও আনাদোলু এজেন্সি