আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২২ ২০:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬২ বার
পবিত্র মক্কা মুকাররমার জান্নাতুল মুয়াল্লা কবরস্তান সৌদি আরবের প্রাচীনতম এবং সর্ববৃহৎ কবরস্তান।
মসজিদুল হারাম থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এর অব্স্থান। এটিকে ম্ক্কাবাসীর কবরস্তানও বলা হয়। মক্কাবাসীরা নিজেদের স্বজনদের দাফনে এই কবরস্তানকে অগ্রাধিকার দেন। একইসাথে হজ ও ওমরাহ করতে আসা বিদেশী অতিথিরা ইন্তেকাল করলেও তাদের এখানে সমাহিত করা হয়।
জান্নাতুল মুয়াল্লা কবরস্তান খেলাফতে উমাইয়ার আগ পর্যন্ত মক্কা নগরীর সীমানার বাইরে ছিল। এই কবরস্তান সম্পর্কে আল্লাহর রাসূল সা: বলেন, ‘এটি ভালো জায়গা’।
এখানে উম্মুল মুমিনীন হজরত আয়েশা রা. ও রাসূল সা:-এর ছেলে কাসিমকে দাফন করা হয়েছে। একইসাথে হুজুর সা:-এর দাদা, চাচা ও বংশীয় স্বজনেরা এখানে সমাহিত। আসমা বিনতে আবু বকর, তার ভাই আব্দুর রহমান বিন আবু বকর, আসমা রা.-এর ছেলে আব্দুল্লাহ বিন জুবায়েরসহ রাসূলের অসংখ্য সাহাবি এখানে শুয়ে আছেন।
সূত্র : আলআরাবিয়া