ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015
ইউজিসির গাইডলাইন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্কলারশীপ প্রোগ্রাম চালু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২২ ১৯:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৩ বার


বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্কলারশীপ প্রোগ্রাম চালু

বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশীপের সুযোগ হ্রাস পাওয়ার প্রেক্ষিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্কলারশীপ প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত স্কলারশীপ প্রোগ্রাম চালুর বিষয়ে গাইডলাইন তৈরি করতে ওয়ার্কিং কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।

গাইডলাইন তৈরি সংক্রান্ত কমিটির আহবায়ক  ও ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. আবু তাহের এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসিউরেন্স (এসপিকিউএ)  বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম ধারণাপত্র তৈরির বিষয়ে সভায় নিজেদের মতামত তুলে ধরেন। 

স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসিউরেন্স বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক সভাটি সঞ্চালনা করেন। 

সভায় জানানো হয়, উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশীপের সুযোগ ক্রমশ কমে আসছে। এমতাস্থায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রয়োজনীয়তার নিরিখে স্কলারশীপ প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। 

এতে আরো উল্লেখ করা হয়, ইউজিসি চেয়ারম্যান স্কলারশীপ প্রোগ্রাম চালু করতে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে দুই দফা ডিও লেটার দিয়েছেন। এ প্রেক্ষিতে স্কলারশীপ প্রোগ্রাম চালুর জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। 
সভায় স্কলারশীপ প্রোগ্রাম চালু করার বিষয়ে গাইডলাইনের খসড়া তৈরি করতে এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামকে আহবায়ক করে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ওয়ার্কিং কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, রিসার্চ সাপোর্ট ও পাবলিকেশন বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এবং এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক। 

ওয়ার্কিং কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ধারণাপত্রের খসড়া তৈরি করে সংশ্লিষ্ট কমিটির নিকট তা জমা দিতে বলা হয়েছে।  চলতি বছরের জুলাই মাস থেকে স্কলারশীপ প্রোগ্রাম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র : বাসস


   আরও সংবাদ