আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২২ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৪২ বার
আফ্রিকা কাপের আয়োজক ক্যামরুনে একটি স্টেডিয়ামের বাইরে সংঘর্ষে দুই ছয়জন নিহত ও ১২ জনেরও বেশি আহত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবলপ্রেমীরা রাজধানী ইয়াওন্দের পল বিয়া স্টেডিয়ামে ভিড় ঠেলে ঢোকার চেষ্টা করছিল। সেসময় এই হতাহতের ঘটনা ঘটে।
ক্যামেরুনের গভর্নর নাসেরি পল বিয়া জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরেকটি প্রতিবেদনে বলা হয়, হতাহতের মধ্যে শিশুরাও আছে।
আরও পড়ুন: বুরকিনা ফাসোয় ক্ষমতা দখলে নিল সেনারা
স্টেডিয়ামটি মোটে ৬০ হাজার দর্শনার্থী নিতে পারে। কিন্তু করোনা বিধিনিষেধের কারণে স্টেডিয়ামটিতে ৮০ ভাগ দর্শনার্থীরও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
ম্যাচ কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ৫০ হাজার মানুষ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। স্টেডিয়ামের প্রবেশমুখে হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দ্য কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএই) এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনার পরও ক্যামেরুন ও কমোরসের মধ্যে শেষ ১৬ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এবং স্বাগতিকরা ২-১ গোলে জয় পেয়েছিল।