আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯০ বার
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, আশুরার চেতনা ও গাদিরে খোমের মতো ইরানের ইসলামি বিপ্লবের মর্মবাণীও শেষ হবার নয় এবং আমাদের উচিত এই অফুরন্ত ভাণ্ডারকে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো।
জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি তার বক্তব্যে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের ৪৩তম বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ইরানের বিপ্লবী জনতার উচিত প্রতি বছর বিপ্লব বিজয় বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা এবং এ বিপ্লবের মর্মবাণী ও শিক্ষা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা।
জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ইরানের ইসলামি বিপ্লবকে নজিরবিহীন হিসেবে অভিহিত করে বলেছেন, এ বিপ্লব সারাবিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং ইতিহাসের গতিধারাকে আমূল পাল্টে দিয়েছে। এমনকি আন্তর্জাতিক সম্পর্কের ধরনেও বিরাট পরিবর্তন এনে দিয়েছে এ বিপ্লব।
তিনি বলেন, এ বিপ্লব বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি র:-মানব সমাজ পরিবর্তনে এবং সবাইকে মহান সৃষ্টিকর্তার দিকে ধাবিত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখনে।
সূত্র : পার্সটুডে