আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫৩ বার
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে কোয়েটার উপকণ্ঠে বিরাট বিস্ফোরণটি ঘটে। এ সময় আরো তিন শ্রমিক আহত হয়েছেন। খবর ডনের।
পাকিস্তানের খনি ও খনিজ অধিদফতরের প্রধান পরিদর্শক আব্দুল গনি জানান, বিস্ফোরণের সময় খনির মধ্যে সাতজন শ্রমিক আটকা পড়েন, যাদের চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কোয়েটার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরো জানান, তবে কী কারণে কয়লা খনিতে বিস্ফোরণ হলো সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এরইমধ্যে খনিটি সিলগালা করে রাখা হয়েছে।
এ বছরে পাকিস্তানে এর আগেও দুই কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অন্তত আট শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া যায়।
পাকিস্তানের সেন্ট্রাল মাইনস অ্যান্ড লেবার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল লালা সুলতান জানিয়েছেন, গত বছরে দেশের বিভিন্ন প্রদেশে কয়লা খনিতে কাজ করার সময় অন্তত ১০০ শ্রমিক প্রাণ হারান।
সূত্র : ডন