ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাভারে দাপিয়ে বেড়াচ্ছে অর্ধশত কিশোরগ্যাং

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৪৪ বার


সাভারে দাপিয়ে বেড়াচ্ছে অর্ধশত কিশোরগ্যাং

সাভার উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোররা। নারীদের উত্ত্যক্তকরণ থেকে করে চুরি, ছিনতাই, মাদক বহন, মাদক ব্যবসা, অপহরণসহ এমনকি হত্যাকাণ্ডেও রয়েছে তাদের সম্পৃক্ততা। এলাকাভিত্তিক ছোট-বড় গ্যাং তৈরি করে দলগতভাবে এসব অপরাধ কর্ম করে বেড়াচ্ছে এসব সন্ত্রাসীরা।

সাভার উপজেলায় ৫০টির অধিক কিশোর অপরাধী গ্যাংসহ প্রায় তিন শতাধিক উচ্ছৃঙ্খল কিশোর দাপিয়ে বেড়াচ্ছে পুরো সাভার আশুলিয়া অঞ্চল। এদের উত্পাতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো উপজেলার মানুষ। উঠতি বয়সের এসব মাস্তানদের পাশাপাশি সাভারে সন্ত্রাসী ও টপটেররদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এসব সন্ত্রাসীদের হাতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র। উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ইতিপূর্বে সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে পুলিশসহ বেশ কয়েকটি আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা এসব মাস্তানদের তালিকা প্রস্তুত করে।

এদিকে রাজধানীতে সন্ত্রাসীদের তালিকা প্রস্তুতের পর গ্রেফতারের ভয়ে বিশেষ অভিযানের আশঙ্কায় সন্ত্রাসী ও টপটেরররা রাজধানীর আশপাশ এলাকাকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। ফলে রাজধানীর পার্শ্ববর্তী হওয়ায় সাভার উপজেলা এখন সন্ত্রাসীদের অস্থায়ী ও নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সারা দেশে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও সাভারে তালিকাভুক্ত উল্লেখযোগ্য কোনো সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধারেও র্যাব-পুলিশের অভিযান তেমন উল্লেখ করার মতো নয়।

গত রবিবার রাতে সাভার পৌর এলাকার গার্লস স্কুল রোড কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আকাশ হোসেন নামে এক কিশোরকে কুপিয়ে অপর গ্যাংয়ের সদস্যরা। কিশোর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আকাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। ইতিপূর্বে সাভার উপজেলার অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও উঠতি মাস্তানদের একটি তালিকা পুলিশসহ গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির সন্ত্রাসীদের নাম এ তালিকায় স্থান পেয়েছে। উঠতি মাস্তানদের পাশাপাশি চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের নাম রয়েছে এ তালিকায়। সম্প্রতি মাদক বিরোধী অভিযান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে পূর্বের তালিকাকে হালনাগাদ করা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। অভিজ্ঞ মহলের অভিযোগ, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী একাধিক তালিকা তৈরি ও হালনাগাদ করলেও সন্ত্রাসীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। অপরদিকে উপজেলার পাড়া মহল্লায় উঠতি মাস্তানদের উত্পাতে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ। কোথাও রাজনৈতিক ছত্রছায়ায়, আবার কোথাও শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী অনুচর হিসেবে সক্রিয় থাকছে এসব উঠতি বয়সি মাস্তানরা।

এলাকাভিত্তিক গড়ে তোলা হচ্ছে ছোট-বড় অপরাধী গ্যাং। তারা নারীদের উত্ত্যক্ত, মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি থেকে শুরু করে জড়িয়ে পড়ছে ছিনতাই-রাহাজানির সঙ্গে। তাদের অনেকের কাছে রয়েছে ধারালো অস্ত্র থেকে শুরু করে অত্যাধুনিক পিস্তল ও রিভলভার। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, অপরাধীরা যে-ই হোক, ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


   আরও সংবাদ