ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কোহলীর নামের পাশে আবারো লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০৯ বার


কোহলীর নামের পাশে আবারো লজ্জার রেকর্ড

খারাপ ছন্দ কাটছেই না বিরাট কোহলীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় এক দিনের ম্যাচেও রান পেলেন না তিনি। 

দ্বিতীয় বলেই লেগ সাইডে খোঁচা দিয়ে শূন্য রানে আউট হয়ে গেলেন। করে ফেললেন লজ্জার রেকর্ড।

শুক্রবার এক দিনের ফরম্যাটে ১৫ বার শূন্য রান করলেন তিনি। ভারতের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে তালিকায় চার নম্বরে উঠে এলেন তিনি। পেরিয়ে গেলেন বীরেন্দ্র সহবাগ এবং সুরেশ রায়নাকে। এই তালিকায় সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ২০ বার শূন্য রানে আউট হয়েছেন। এ ছাড়া যুবরাজ সিংহ (১৮) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (১৬) রয়েছেন কোহলীর আগে।

ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে তিন নম্বরে নামেন, এমন ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি শূন্য রান কোহলীরই। বিশ্ব ক্রিকেটে তার আগে রয়েছেন রিকি পন্টিং (১৬)।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে তিন ম্যাচে মাত্র ২৬ রান করেছেন কোহলী। তিন ম্যাচের এক দিনের সিরিজে এটা তার করা দ্বিতীয় সর্বনিম্ন রান। প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রান করেছেন। এর আগে ২০১২-১৩ সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৩ রান করেছিলেন।

সূত্র : আনন্দবাজার


   আরও সংবাদ