আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২২ ১৯:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪০৫ বার
ইউক্রেন সঙ্কটকে কেন্দ্র করে জ্বালানি তেলের মূল্য তিন শতাংশ বেড়েছে। এটা সাত বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স ও আনাদোলু এজেন্সি।
বৃহৎ জ্বালানি উৎপাদক দেশ রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের শঙ্কা থাকায় জ্বালানি তেলের মূল্য বেড়েছে। কারণ, এখন বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে সমস্যা হওয়ার আশঙ্কা আছে। শুক্রবার সরবরাহ কম থাকায় বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ডগুলোর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়েছে। এখন অপরিশোধিত জ্বালানি তেলের প্রতি ব্যারেল বিক্রি করা হচ্ছে ৯৫ মার্কিন ডলারের বেশি অর্থে। এ সময় ব্রেন্টের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে ৯৫.৬৫ মার্কিন ডলার। এটা ২০১৪ সালের ১ অক্টোবর তারিখের পর সবচেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি হওয়ার ঘটনা।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়ে হয়েছে ৯৪.৬৫ মার্কিন ডলার। ৩০ সেপ্টেম্বর ২০১৪ সালের পর এ ব্রান্ডের জ্বালানি তেলের মূল্য এখন সবচেয়ে বেশি।
এবার উভয় ব্রান্ডের জ্বালানি তেলের মূল্য তিন শতাংশের বেশি (প্রায় চার শতাংশ) বেড়েছে।
এদিকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বেইজিং অলিম্পিকের মধ্যেই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসেরও শঙ্কা, যেকোনো সময় ইউক্রেনকে আক্রমণ করতে পারে রাশিয়া।
এছাড়া, সীমান্তে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে ইউক্রেন ।
এসব ঘটনার পরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়ায় ওই পণ্যের মূল্য বেড়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স