আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭০ বার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত খেলেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন।
কিন্তু বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের জন্য নিলামের প্রথম দফায় গতকাল কোনো দলই দর হাঁকায়নি। অবিক্রিতই থেকে গেলেন সাকিব!
আইপিএলে সাকিবের দল না পাওয়া অবাক করেছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে। তার বিশ্বাস সাকিব দল পাবেন।
শনিবার তখনও মোস্তাফিজ দল পাননি। ওই সময় সাংবাদিকদের মুখোমুখি হন তাসকিন।
সাংবাদিকরা সাকিবের দল না পাওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করলে তাসকিন বলেন, ‘সাকিব ভাই ও মোস্তাফিজ আশা করছি দল পাবেন। যদি দল নাও পেয়ে থাকে, তবু তারা সবসময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’
এবারের আইপিএলের মেগা নিলামের নিলামে নাম বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারের মধ্যে তাসকিনের নামও রয়েছে। গতকাল তার নামও উঠেনি নিলামে।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘ আইপিএলে আমার দল পাওয়া নিয়ে এখনো তেমন কোনো প্রত্যাশা নেই। কারণ আমাদের অনেক খেলা আছে। যেহেতু টেস্ট খেলব তাই আমাকে পাওয়ার ব্যাপারও আছে। দল পেলে তো ভালো লাগতোই। যেহেতু টেস্ট খেলা আছে তাই দল পাওয়ার সুযোগ কম থাকবে।’
উল্লেখ্য, শনিবার দল না পেলেও সুযোগ হাতছাড়া হয়নি এখনও। আজ ভাগ্য সুপ্রসন্ন হতে পারে সাকিবের। অন্যদিকে দল পেয়েছেন মোস্তাফিজ। তাকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মাতিয়েছিলেন এই কাটার মাস্টার।